বরাতিয়াতে কাটানো আমার সেরা সময় গুলো...
আজ মনে হচ্ছে বরাতিয়া থেকে চলে আসা ঠিক ছিল। প্রথম কিছুদিন কষ্ট
হয়েছে তা ঠিক বা বরাতিয়ার অনুভূতি,ওই দিনগুলি কখন আমি ভুলতে পারবো না।ওই দীর্ঘ
সময়টা আমার জীবনে বড় এক অধ্যায়। অনেক কিছু আমি পেয়েছি ওখানে। আমার মনের বিকাশ,
আমার ভালোলাগা, আমাকে সুন্দর জীবন দানে বরাতিয়ার অপরিসীম অবদান আছে। বরাতিয়া আমার
চোখের জলের আনন্দাশ্রু হয়ে আছে। আমার শরীর বেড়েছে অনেক কিছু খেয়ে। প্রাণ ভরে
শুদ্ধ বাতাস নিয়েছি,কত মানুষের ভালোবাসা পেয়েছি তা বলার না। ও তো আমার আরেকটা
আবাস ভূমির মত। আমি এখনো প্রতিদিন চোখের সামনে দেখি, কল্পনায় ভেসে বেড়াই বরাতিয়ার
মাঠ,ধূলা উড়ানো রাস্তার গাড়ির শব্দ, গাছপালার মধ্যে দিয়ে ছোট আঁকাবাঁকা পথে
শিশুদের বাড়িতে যাওয়া,শংকরী বৌদির (সেবার মা) অজস্র দিন (প্রিয় মানুষও এমন হয়
না) হাতে তৈরি খাবার,স্কুলের সামনে বড় সবুজ মাঠ, গ্রিলের ভেতর থেকে চোখ গলিয়ে সামনে
সবজি ক্ষেত,ফুলের বাগান, ফসল কে দেখার অপার আনন্দে ভরা দিন। বৃষ্টির সময় গাছের
উপরে টপটপ করে বৃষ্টি পড়ার শব্দ, স্কুলের ওই বড় বড় মেহগনি গাছের ছায়া,গাছে ঘুঘুর
বাসা,ক্ষণে ক্ষণে ঘুঘুর ডাক, মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানের শব্দ, এগুলো কি করে আমি
মন থেকে সরিয়ে রাখব?ওই সব ঘটনা,নানাবিধ কর্ম,সব স্মৃতি আমার জীবনের অংশ হয়ে গেছে
তা কখনো বুঝিনি। আমি ভীষণ, ভীষণ ভালোবাসি বরাতিয়াকে,বরাতিয়ার মানুষকে,বরাতিয়ার
প্রকৃতিকে। ওতো আমার তীর্থভূমি। আমি ওখানে অনেক কিছু পেয়েছি।ও আমার আমৃত্যু সাথী
হয়ে রইল ।
.........তারপরও একসময় ফিরতে হয় প্রিয়জন,প্রিয় মানুষ,ভালোলাগা, ভালোবাসার স্থান
থেকে। অনেক কষ্ট হয়, বক্ষবিদীর্ণ করে ফিরতে হয় অন্য কোথাও, অন্য কোন স্থানে। কারও
নিষ্ক্রমণ অন্য কারোর জন্য নতুন বার্তা। নতুন সৃষ্টির উদ্দেশ্যে। সময় পুরাতনকে ধরে
রাখে না। সে নিজেকে রূপান্তরের মাধ্যমে পুনঃ পুনঃ সৃষ্টির মধ্য দিয়ে অগ্রসর হয়।
তাতে থাকে আগামীর বার্তা। নতুন কে গ্রহণ করার প্রস্তুতি। সৃষ্টির এই চক্রকে বুঝতে
হয়। যে আসছে তাকে পথ করে দেওয়ার জন্য। আর যে চলে যাচ্ছে তার জন্য উন্মোচিত হয়
নতুন চিন্তার, নতুন সৃষ্টির, নতুন ভাবনার। আত্ম উপলব্ধি, আত্ম-সমলোচনা,
স্ব-মূল্যায়নে সে আরো পরিশিলিত এবং পরিবর্তিত হয়। নতুন পরিবেশ, নতুন জায়গা, নতুন
মানুষ, নতুন সংস্কৃতির সাথে পরিচিতি লাভের সুযোগ ঘটে। নিজের জ্ঞানের, দৃষ্টিভঙ্গের
সাথে ভিন্ন পরিবেশের মানুষের মনোভাবের সমিল্মন ঘটে।স্থানান্তর একঘেয়ে,গতানুগতিক
পরিবেশ থেকে মুক্তি দেয়। জীবনের প্রতি নতুন সম্ভাবনা তৈরি করে। নতুন স্থান
মানুষকে,পরিবেশকে আরো ভালোবাসতে সাহায্য করে। মনকে উন্নততর সংস্কৃতির দিকে উত্তরণ
ঘটায়। তার কর্মকে আরো ভালোবাসতে,গতিশীল ও নিবেদিত প্রাণ করে। সাথে সাথে নিজের
কানেক্টিভিটির প্রসার ঘটায়।পরিবর্তন আপনার ফেলে আসা কর্মের নির্নায়কও হয়। ফলাবর্তনও
আপনি পেয়ে যান সাথে সাথে। অনায়াসে জানা যায় কে আপনার বন্ধু ছিল? পছন্দের মানুষ
গুলোর প্রকাশ আরও বেড়ে যায়। তাদের প্রতি ভালোবাসাটা দৃঢ় হয়। তাই চলে যাওয়া মানে
বিদায় নয়। নিজের কর্মের মূল্যায়ন। কি করলাম, কি করা উচিত ছিল, কি করতে
পারেনি,কতটুকু দিতে পেরেছি? নিজের অক্ষমতাকে জেনে আরো বেশি কি করে আত্মনিবেদন করতে
পারি সে শিক্ষাটা ওখান থেকে পাওয়া যায়। তাই আসতে হয়, যেতে হয়, প্রিয়কে আরো
প্রিয়তর করার জন্য। নতুন করে কাছে পাওয়ার জন্য। নতুন করে ভালোবাসার জন্য। বরং
কাছে থাকার থেকে দূর থেকে আরো বেশি ভালোবাসা যায়। ভালো দেখা যায়।প্রিয়কে,ভালোবাসার
মানুষকে দূর থেকে আরও বেশি চেনা যায়। ভালোবাসার মানুষের জন্য, ভালোবাসার মানুষের
কাছে বেশী গ্রহনীয় করার জন্য স্থান পরিবর্তন আবশ্যক। সাথে সাথে বলা যায় স্থান
পরিবর্তন ভাগ্যের ও উন্নতিরও সহায়ক। নতুন পরিবেশ আপনার জন্য কোন সারপ্রাইস রেখেছে
কিনা সে আপনি আমি কেউ জানি না। সেই রহস্যের টানেও আসতে হয় comfort zone ছেড়ে। এটা
বললে অতুক্তি হবে না স্থানান্তর কু-অভ্যাসকেও পরিত্যাগ করতে সাহায্য করে। সত্যি করে
বলতে গেলে আমরা জন্মগত ভাবে যাযাবর। দুর দিগন্তের ডাকে আমাদেরকে বেরিয়ে পড়তেই
হয়। অজানার ডাককে কেউ প্রত্যাখান করতে পারে না। অন্যভাবে বললে কিছু কিছু ঋণ শোধ
করার জন্যেও আমাদের যেতে হয় । অনিশ্চয়তার দিকে অথবা আপনার উপস্থিতিতেও সত্য
সুন্দরের প্রানপ্রতিষ্ঠা হতেও পারে। উপরের সবগুলোই সম্ভবনা, আবার সত্যি ও। তাই
হ্যাঁ তাই...........
আমাদের নিজেদেরকে নি:শেষ করার আগে, নিজের প্রয়োজন ফুরিয়ে যাওয়ার আগে, সময়ের
চাবুকে নিষ্পেষিত হওয়ার আগে ফিরতে হয়। আমার মনে হয় যথাসময়েই আমি চলে আসতে
পেরেছি। ওখানকার কাজ আমার শেষ হয়ে গিয়েছিল। ভগবান আমাকে যথার্থই পুরস্কার
দিয়েছেন। তিনি আমাকে যথার্থই গাইড করেছেন। কেঁদেছি, শিখেছি ও। ভেঙেছি আবার গড়ার
মানসিকতা অর্জনও করেছি। বরাতিয়ার পনেরো টা বছর আমার জীবনের বড় একটা শিক্ষার
ক্ষেত্র। ওখানে আমি অনেক কিছু শিখেছি। অনেক কিছু পেয়েছি। ..........যেমন আমার মনে
হয়েছে জীবনের একটা বড় সময় ধরে আমাদের পরিস্থিতিকে পড়তে শিখতে হয়,মানুষকে পড়তে
হয়,জানতে হয় তার দাবি,পরিস্থিতি অনুযায়ী নিজেকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে
হয়।মানতে হয় তার কথাকে। অন্তরের ডাকে সাড়া দিতে হয়। কখন কি করতে হবে?জীবনের কোন
ক্ষেত্রে কখন প্রবেশ, কখন প্রস্থান করতে হবে? নিজের মনকে সবসময় সচেতন রাখতে হয়।
প্রশ্নোত্তরে মনকে ব্যস্ত রাখতে হয়। কি করা উচিত? কি করা উচিত নয়? বিষয়বস্তু
সম্বন্ধে অবগত থাকতে হয়। জীবন এমনই। কার জীবনে কে কোন সময় বাঁশি বাজাবে, কে কোন
সময় আসবে, কে চলে যাবে তা গুপ্তই থাকে? it's called mystery of life. আত্ম সচেতন মন
পাড়তে পারে সব। সত্যি বলতে কি কোথায় থামতে হবে এটা জানাও জীবনের একটা Purpose……
Website:- Medha's world YouTube
Channel:-Medha's world
No comments