Privacy Policy
Medha's world
এর পক্ষথেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাইভেসি সংরক্ষনের জন্য পলিসিগুলো তুলে ধরলাম। আমার পলিসিতে আপনি জানতে পারবেন কিভাবে ব্লগের ভিজিটরদের পার্সোনাল ইনফরমেশন সংগ্রহ করে তাদের মূল্যায়ন করি। কি ধরনের তথ্য সংগ্রহ করি ?যখন আমার ব্লগে কেউ কমেন্ট,সাবস্ক্রাইব করে কিংবা নাম,, ইমেল এড্রেস ও অন্যান্য বিবরণের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তখন আমি উক্ত ইনফরমেশনগুলি আমার তথ্য ভান্ডারে সংগ্রহ করে রাখি। উপরন্তু ইমেইল ব্যবহার করে যোযোযোগ করলে আমি তার নাম,ঠিকানা আমার তথ্য ভান্ডারে সুরক্ষিত রাখি।
সংগ্রহিত তথ্য আমি কিভাবে ব্যবহার করি?
আপনার অভিজ্ঞতা,প্রদত্ত তথ্য,স্বতন্ত্র চিন্তা,অন্যের চাহিদা সম্পর্কে ধারনা নিয়ে কাজ করতে সহায়তা করি।
আমি এ ক্ষেত্রে আপনার তথ্যগুলি আমার ব্যক্তিগত তথ্য ভান্ডারে নিরাপত্তার সহিত সংগ্রহ করে রাখি। তবে যখন কোন ব্যক্তির তথ্য বাংলাদেশের আইনানুসারে বা বিধি সম্মতভাবে আইন প্রয়োগকারী সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট আইনত দিতে বাধ্য থাকি, কেবলমাত্র তখনই আমার ভিজিটরদের তথ্য শেয়ার করে থাকি। অন্যথায় আপনাদের তথ্য আমার নেটওয়ার্কের বাইরে কেউ জানতে পারে না।
Privacy Policy পরিবর্তন
আমার ব্লগের প্রয়োজনের তাগিদে যে কোন সময় Privacy Policy পরিবর্তন করতে পারি। Policy পরিবর্তন পরিবর্তন হওয়ার সাথে সাথে এই পেজের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হবে।
Privacy Policy সম্পর্কে অভিযোগ বা মতামত
সবসময় ব্লগের পাঠক ও ভিজিটরদের মতামত গুরুত্বসহকারে মূল্যায়ন করা হয়। সাইটের Privacy Policy সম্পর্কে আপনার কোন অভিযোগ,মতামত থাকলে আপনি আপনার E-mail এর মাধ্যমে জানাতে পারেন। আপনার মতামত ও পরামর্শ গুরুত্বসহকারে গ্রহন করে Privacy Policy সংশোধন ,পরিমার্জন ও পরিবর্ধনে সর্বাত্মক চেষ্টা করব।