Nijer hate kaj koro (নিজের হাতে কাজ কর)
patriotic song of bangladesh
This is a patriotic song of bangladesh. Every student learns this song in his own school. It's a selected song of bangladesh Government.
Learn whatever u love...
স্টিব জবসের সেই জগত বিখ্যাত ভাষণ। অপরিসীম সুন্দর, সুসংগঠিত ও দুর্দান্ত কথন। অসাধারণ জীবন বোধের গল্প পরতে পরতে। কতগুলো টুকরো, টুকরো স্মৃতি তাঁর মুখে জীবন পেয়েছে তা শুধু বিস্ময়কর নয়, তাঁকে গল্প চয়নের রাজাও বলা চলে। আমি অভিভূত কথার বুননে। একটা সোজা কিন্তু দামি কথা বারবার তাঁর জীবনকে কিভাবে প্রভাবিত করেছে # The whole earth catalog পত্রিকার সম্পাদক **Stewart Brand** এর সেই বার্তা শুনিয়েছেন আমাদের। সহজ ও সরল আত্মদর্শনে বিশ্বাসী একজন মানুষের সেই বক্তব্য আপনিও শুনতে পারেন।
স্থান ষ্টানফোর্ড বিশ্ববিদ্যালয় আমেরিকা।
অনুষ্ঠান - সমাবর্তন
No comments