অবিস্মরণীয় শাওন







এই ভিডিওটির সাথে সাথে শেষ হয়ে গেল একটা অধ্যায়ের । অনেক আনন্দ, স্বপ্ন, হাসি-কান্না একাকার হয়ে রইল অতীত হয়ে। কেউ ধরল নতুন পথ কারও শুরু হল নতুন জীবন। আবার যে এলো নতুন হয়ে তারও অপমৃত্যু হল শুরুর আগেই ! সম্পর্কের এমন টানাপোড়েনে বিধাতা অপলোকে হেসেছেন। আর আমরা অবাক হযেছি ভালবাসার রকমফের দেখে? সময় থেমে থাকেনি, কেউ থেমে থাকেনা? অাবারো চলতে হবে, চলছে সবাই...........

কিন্তু পেছনের কর্মকাণ্ড স্বর্ণালী সময় হযে রইল একটা প্রজন্মের কাছে যারা পেয়েছিল কিছু গুণী মানুষের সংস্পর্শ। 

তাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।



No comments

Theme images by konradlew. Powered by Blogger.